টাঙ্গাইলে ৫৭২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মৃত শামস উদ্দিনের ছেলে মো. তোফাজ্জল (২৭), মানিকগঞ্জ জেলার সিংড়া থানার আব্দুর রবের চেলে মো. আশরাফুল (২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মো. মিজানুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকদ্রব্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে একটি মাল বোঝাই ট্রাক রওনা হয়। পরে র্যাবের একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা মোড় সংলগ্ন কাজলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল সন্ধ্যায় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের দেওয়া তথ্য মতে একটি মাল বোঝাই ট্রাকের ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ ৫৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলার প্রস্তুতি চলছে।
টাঙ্গাল জেলা সংবাদদাতা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন