কূটনৈতিক সংবাদদাতা : বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ও জনগণের পক্ষে এ শুভেচ্ছা জানান তিনি। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ, ভারত ও সারা বিশ্বে আজ যারা নববর্ষ উদযাপন করছে, তাদের সঙ্গে আমরা আনন্দিত।’ এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বøুম বার্নিকাট। জন কেরি তার শুভেচ্ছায় বলেন, পয়লা বৈশাখ হলো নতুন ও পুনর্মিলনের সময়। তিনি বলেন, ‘পরিবার ও বন্ধুদের ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনের সময় এটা। একই সঙ্গে বিগত বছরকে ধারণ করে নতুন বছরের দিকে এগিয়ে যাক।’
শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের উন্নয়নে প্রবাসী বাঙালিদের অবদানকে স্মরণ করে কেরি বলেন, হাজার হাজার বাঙালি-বংশোদ্ভূত আমেরিকান, যাঁরা বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন ও ওষুধ শাস্ত্রে অবদান রেখেছেন, তাঁদের স্বীকৃতি দেওয়ারও ক্ষণ এটা। তিনি বলেন, ‘নতুন আশা নিয়ে নতুন বছর শুরু হোক। শুভ নববর্ষ।’ বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেশের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ছবিসহ একটি পোস্ট দেয়া হয়েছে। ছবিতে দেখা যায়, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বøুম বার্নিকাট শাড়ি, চুড়ি, টিপ পরে এবং ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিল পাঞ্জাবী গায়ে পুরো বাঙালি সাজে হাসিমুখে বসে আছেন। তাদের সামনে মাটির পাত্রে ভাত, ভর্তা, মাছসহ সব বাঙালি খাবার। দু’জনেই খাওয়ার জন্য তৈরি।
ছবির সঙ্গে পোস্টে লেখা রয়েছে: ‘শুভ নববর্ষ বাংলাদেশ! সবাইকে শুভ বাঙালি নববর্ষের শুভেচ্ছা! এরপর লেখা রয়েছে, দেখুন, রাষ্ট্রদূত বার্নিকাট এবং ডেপুটি চিফ অব মিশন মিল কিছু ঐতিহ্যবাহী বাংলা বৈশাখী খাবারের স্বাদ নিচ্ছেন! আপনার নববর্ষ কেমন কাটলো আমাদের সাথে শেয়ার করুন!’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন