শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পহেলা বৈশাখে বেড়াতে এসে স্বামীর সামনে সুরমা নদীতে ঝাঁপ দিল স্ত্রী

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস: সিলেট নগরীর কাজিরবাজার সেতুতে বেড়াতে এসে স্বামীর সামনেই ওই সেতু থেকে ঝাঁপ দিয়ে সুরমা নদীতে পড়েন এক গৃহবধূ। স্বামীর সঙ্গে ঝগড়া করে শামীমা আক্তার (২০) নামের ওই গৃহবধূ কাজিরবাজার ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শামীমা আক্তার নববর্ষ উদযাপন করতে স্বামী মো. হোসাইনকে সঙ্গে নিয়ে কাজিরবাজার সেতুতে বেড়াতে আসেন। বেলা ২টার দিকে সেতুতে হাঁটাহাঁটি ও গল্প-গুজবের সময় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে স্বামীর উপর অভিমান করে ব্রিজ থেকে নিচে লাফ দেন শামীমা। এতে গুরুতর আহত হন শামীমা। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন