শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটা আন্দোলন নিয়ে যথাযথ কর্র্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা শেষে ঢাবি ভিসি

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান কোটা আন্দোলন সম্পর্কে বলেছেন, বঙ্গবন্ধুর সমাধিসৌধের পবিত্র অঙ্গনে দাড়িয়ে এ ব্যাপারে আমার বক্তব্য দেবার কিছু নেই। সরকারের যথাযোথ কর্তৃপক্ষ এ ব্যাপরে কথা বলবেন ও সিদ্ধান্ত নেবেন।
এটিই প্রাসঙ্গিক। তিনি গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। কোটা আন্দোলন নিয়ে আপনার একটি বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি এড়িয়ে গিয়ে কোন মন্তব্য করেননি।
এর আগে তিনি টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সূরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমতির সভাপতি আধ্যাপক ড. মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক শিবলী রুবাইতুল ইসলামের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ফয়েজ আহম্মদ, পুলিশের নতুন ৬ ডিআইজি তওফিক মাহবুব চৌধুরী, কৃষ্ণপদ রায়, বশির আহম্মদ, হাবিবুর রহমান, ড.এম. মহিদ উদ্দিন ও মোঃ অব্দুল বাতেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র সূরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর জন্য দোয়া মোনাজাত করেন।
বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক জিএম কাজল ও কার্যকরী সভাপতি মজিবর মাতুব্বরের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। পরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন