শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশে ক্ষুধার্ত ও গৃহহীন নেই - স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে কোনো মানুষ ক্ষুধার্ত ও গৃহহীন নেই। এমনকি দেশে তেমন ফকির দেখা যায় না। গ্রামে গেলে গরিব লোক পাওয়া যাবে না। সব কিন্তু আলাদিনের চেরাগের মাধ্যমে আসেনি। 

গতকাল শনিবার দুপুরে ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০১৮ আলোচনা অনুষ্ঠান ও শিশুদের ক্যাপসুল খাওয়ানো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলতে পারি আমাদের দেশে কোনো লোক এখন আর ক্ষুধার্ত নেই। কোনো লোক গৃহহীন, শিক্ষা বা স্বাস্থ্য সেবার বাইরে নেই। এসব শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চান দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে মানুষের সেবার করার সুযোগ দিক।’
প্রতিমন্ত্রী বলেন, ‘জাপান ও কোরিয়া তাদের আয়ের সব চেয়ে বেশি ব্যয় করে শিশুদের পেছনে। আমরাও চাই আমাদের শিশুদের সুন্দরভাবে গড়ে তুলতে। সেটা শারীরিকভাবে বা মানসিকভাবে; কারণ তারা জাতির ভবিষ্যৎ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার। আর সেই সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ দরকার। সোনার মানুষ করা হবে? যারা দেশের জন্য কাজ করতে পারবে। যারা শারীরিক মানুসিকভাবে সুস্থ, যারা শিক্ষিত হবে এবং যারা দেশকে ভালোবাসবে। আমরা এই প্রজন্ম থেকে শুরু করে আগামী প্রজন্মের কথা চিন্তা করে ভিটামিন ‘এ’ টিকার ক্যাম্পেইন ঠিক করে থাকি। আমরা মনে করি এই ক্যাম্পেইন বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন। এতো বড় ক্যাম্পেইন বিশ্বের কোথাও হয়ে থাকে না। যেখানে আড়াই কোটি শিশুকে একবারে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, যেখানে লোকের চলাচল আছে, ক্লিনিক-হাসপাতাল এবং রেলওয়ে ও বাসস্টেশনে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আয়োজন করা হয়েছে। যাতে কেউ বাদ না পড়ে। একদম মফস্বল এলাকায় যারা থাকেন তারা দেখা গেল এই ক্যাম্পেইনে আসতে পারে না; তাদের জন্য আগামী চার দিন পর্যন্ত এই ব্যবস্থা থাকবে। পরিবারের সদস্যরা অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে ভুলবেন না। এই ক্যাপসুল খুবই জরুরি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nur ১৫ জুলাই, ২০১৮, ১২:৫৭ এএম says : 0
Deshe oneker vitamati nai .onek rasta karaf .amar nijer o vita nai ta montrira daka teke janbe kemne ? Shudu tuta r buli ase unnouner juar boise deshe .vut sawa onnae .ata bilkul shadin .এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন