বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ।
সোমবার সকাল সোয়া ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, সকাল থেকে প্রবল বাতাসে পদ্মা উত্তাল হয়ে ওঠে। এছাড়াও নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। তবে ফেরি চলাচল করলেও ঢেউয়ের কারণে তা চলাচল ব্যাহত হচ্ছে।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক মো. আক্তার হোসেন বলেন, সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে পদ্মায় লঞ্চ ও স্পিডবোর্ট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফের নৌযান চলাচল শুরু হবে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন