যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ২১ ব্যাটালিয়নের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্তের পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত মুরগির খামারে কতিপয় ব্যক্তি অস্ত্র বেচা-কেনা করছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে তারা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন