সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শান্তিরক্ষা মিশন নৌবাহিনীর ৮০ সদস্য চট্টগ্রাম ত্যাগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৯ (ইউনিফিল) এ যোগদানের উদ্দেশ্যে নৌবাহনীর ৮০ সদস্যের দ্বিতীয় গ্রুপ গত সোমবার মধ্যরাতে চট্টগ্রাম ত্যাগ করেছে। উক্ত নৌসদস্যগণ লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ’বিজয়’ এ যোগদান করবেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে কমান্ডার চীফ স্টাফ অফিসার টু চট্টগ্রাম নৌঅঞ্চল ক্যাপ্টেন এম আবদুস সামাদ লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান। এসময় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারবর্গের সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ জুলাই ৩০ জন নৌসদস্যের প্রথম গ্রুপটি লেবাননে গমন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন