পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদী থেকে উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। গত সোমবার হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীকূল থেকে ভাসমান লাশ উদ্ধার করে ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। উদ্ধারের পর তার পরিচয় জানা যায়নি। আজ বুধবার পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আলমগীর হোসেন উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত ব্যক্তির নাম শাহজাহান এবং তিনি একজন সার ব্যবসায়ী ছিলেন। তিনি তানোর উপজেলার মৃত: আলহাজ্ব জাবেদ আলীর পুত্র। গত রবিবার নিখোঁজ হন। হার্ডিঞ্জ ব্রিজের নিচে সোমবার পদ্মা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ফাঁড়িতে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক আলমগীর হোসেন আরও জানান, লাশের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য বিকালে কয়েকবার মোবাইল করলেও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুদ্দীনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন