শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নৌকার কোন বিকল্প নেই -বজলুল হক হারুন

কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১:২২ পিএম

ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি ০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৌত্রী গ্রুপের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বজলুল হক হারুন বলেছেন, আওয়ামীলীগ স্বাধীনতা এনেছে এবং দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করেছে। আওয়ামীলীগ ঐক্য বন্ধভাবে আছে, ভবিষ্যতে ও ঐক্য বদ্ধ থাকবে। নৌকার ঐক্যের বিকল্প নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে  আর ও বলেন -দলের ভিতরে ঐক্যের বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয় করে আনতে হবে এবং তৃণমূল পর্যায়ে ভোটারদের উদ্বুদ্ধ করে  নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয় করতে হবে। তিনি ১৮জুলাই ২০১৮  বুধবার বিকাল ৪.০০ টায়  কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়মে   কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি- বার্ষিক কাউন্সিল কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। বক্তব্য রাখেন-,বিশেষ অতিথি কাঠালিয়া  উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামীলীগ আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সিকদার,জেলা শিল্প বিষয়ক সম্পাদক  আলহাজ্ব মোঃ মুজিবুল হক কামাল,যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন রিপন, রাজাপুর উপজেলা আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক আলহাজ্ব এ.এইচ.এম খাইরুল আলম সরফরাজ,সম্মেলনে প্রধান বক্তা ছিলেন -ঝালকাঠি জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম জাকির,সম্মেলনে কাঠালিয়া উপজেলা  আওয়ামী যুবলীগের   সভাপতি মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্যের  কমিটি ঘোষনা  করা হয়।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন