শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে আরিফের বাড়ির সামনে বিএনপি নেতাকর্মীদের গাড়িতে পুলিশের তল্লাসী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ৫:০৫ পিএম

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহনকারী বিএনপির বিদ্রোহী প্রার্থীর বদরুজ্জামান সেলিমের সংবাদ সংম্মেলনকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাড়ির বাহিরে বিপুল সংখ্যক পুলিশ দীর্ঘ অবস্থান নেয়। সংবাদ সম্মেলেন শেষে নেতাকর্মীরা বাহির হ্ওয়ার সময় তাদের সকল গাড়ীতে তল্লাশিও চালায় পুলিশ। আজ বৃহস্পতিবার আরিফুল হক চৌধুরীর বাসায় এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।এ সম্মেলনে সিসিক নির্বাচনের বিএনপির বিদ্রোহী মেয়রপ্রার্থী বদর“জ্জামান সেলিম আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পর আরিফের বাসার সামনে সকল নেতা কর্মীদের গাড়িতে কোতোয়ালি থানা পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশে এ তল্লাশি অভিযান চালায় বলে জানা গেছে। তবে এসময় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

এদিকে সকাল থেকেই বিএনপির বিদ্রোহী প্রার্থী বদর“জ্জামান সেলিমের বাসার সামনেও বিপুল সংখ্যক পুলিশ অব¯’ান নিয়েছিলো বলে জানা যায়।
এসময় আরিফুল হক চৌধুরী বাসা থেকে বের হয়ে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের বলেন প্রশাসন নানাভাবে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করছেন। নির্বাচনের আগে এরকম পরি¯ি’তি মেনে নেয়া যায়না। আমরা এমন পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন। আমরা এখন নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ জানাতে যাচ্ছি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন