শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় সাভারে ২, দাউদকান্দিতে ১ ও নেত্রকোনায় ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, ঢাকার সাভারে পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন।
শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় ট্রাক চালকের সহকারী আব্দুল মোমেন (২৮) ও সাভারের কলমা এলাকায় পোশাক শ্রমিক রুবেল মিয়া (২২) নিহত হয়। রুবেল দিনাজপুর জেলার হাকিমপুর থানার পাঠানপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, আশুলিয়ার পূর্বসদরপুর সামিয়া গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস সাভারের রেডিও কলোনী এলাকা থেকে শ্রমিকদের নিয়ে যাওয়ার পথে কলমা এলাকায় অপর একটি বাসকে অভারটেক করতে গেলে বাসের গেইটে থাক্ াশ্রমিক রুবেল নীচে পড়ে মারা যায়। এসময় আরো ৫জন শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অন্যদিকে সকালে আশুলিয়ার বাইশমাইল বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় আব্দুল মোমেন নামে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে। তবে পুলিশ নিহতের বিস্তারতি পরিচয় জানাতে পারেনি।
ময়না তদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। গত শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুরের পেন্নাই এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর নামক স্থানে গতকাল শনিবার সন্ধ্যায় অটোরিক্সা উল্টে চালক মামুন (৩২) নিহত হয়েছে। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের গ্রাম পুলিশ সিদ্দিক মিয়ার ছেলে। নেত্রকোনা জেলা ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মিয়া জানান, নেত্রকোনা থেকে মনাং যাওয়ার পথে মদনপুর শাহ্ সুলতান ডিগ্রী কলেজের সামনে অটোরিক্সাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালক মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রæত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন