ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে হুসেন আলী (১৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোরে ভারতের নারগাঁও অংশে এ ঘটনা ঘটে। হুসেন আলী হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তফা আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে হুসেন আলীসহ কয়েকজন ভারতে গরু আনতে যান। তারা সীমান্তে তার কাটার কাছে পৌঁছলে বিএসএফ গুলি চালায়।
এ সময় হুসেন আলী গুলিবিদ্ধ হন। পরে সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হুসেন আলীর মৃত্যু হয়।
হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, হুসেন আলীর লাশ তার বাড়িতে রয়েছে। বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন