শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে কামরানের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ৭:৪৫ পিএম

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আ‘লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আবারও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

গতকাল আরিফের পক্ষে জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলী আহমদ সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই অভিযোগ দেন।

লিখিত অভিযোগে জানা যায়, গত ২০ জুলাই রাত ১১ টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের বাড়ি সুবিদবাজারস্ত বনকলাপাড়ায় বিশাল স্ট্রেজ, ব্যানার, কয়েক শতাধিক চেয়ার ও বেশ কয়েকটি মাইক বাজিয়ে নৌকার পক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও সিলেট সদর উপজেলা চেয়ারম্যন আশফাক আহমদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহন ছিল।

একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচনী সভায় উপস্থিত থাকতে পারেন না। তিনি স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন ভঙ্গ করেছেন। এছাড়া গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে সমাবেশ করায় আশেপাশের বাসিন্দারা শব্দ দোষনের কবলে পড়েন। এছাড়া স্থানীয় সুবিদ বাজার, বনকলাপাড়া, লন্ডনী রোড ও পীরমহল্লা এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে সমাবেশ করায় চরম দূর্ভোগে পড়েন তারা। স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন অনুযায়ী রাস্তা, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সভা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার দলীয় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে প্রতিদিন গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় সভা সমাবেশ অনুষ্টিত হচ্ছে। আমরা বার বার এ বিষয়ে আপনার বরাবরে অভিযোগ দায়ের করলেও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। যার কারণে তারা দিনের পর দিন স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন ভঙ্গ করে যাচ্ছেন।

উপর্যুক্ত বিষয়টি গুরুত্ব সহকারে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান আলী আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন