শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৭০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পাঁচ নারীসহ ৭০ জনকে গেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দারা। গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানে শনিবার ভোর থেকে রোববার ভোর পর্যন্ত ৭০জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৪ গ্রাম ৬০০ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ১৫৩ কেজি ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে হাতিরঝিল এলাকা থেকে ৩৮ জন এবং রামপুরা থেকে পাঁচ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৩টি মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন