শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কারাগারে অসুস্থ নওয়াজ, হাসপাতালে ভর্তির পরামর্শ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আদিয়ালা কারাগারের এক কর্মকর্তা জানান, অবসরপ্রাপ্ত জেনারেল আজহার কিয়ানির নেতৃত্বে চিকিৎসক দল কারাগারে যায়। মেডিক্যাল চেক-আপের পর দলটির পক্ষ তাৎক্ষণিক চিকিৎসার জন্য নওয়াজকে হাসপাতালে ভর্তিও পরামর্শ দিয়েছে।
ওই কর্মকর্তা জানান, পানিশ‚ন্যতার নওয়াজের হার্টবিট ছিল অস্বাভাবিক এবং রক্তে ইউরিয়ার উপস্থিতির কারণে কিডনি জটিলতায় পড়তে পারে। নওয়াজ সুস্থবোধ করছেন না বলে অভিযোগ করার পরই দলটিকে ডাকা হয়। চিকিৎসক দলের পরামর্শ পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ও তত্ত¡াবধায়ক সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
রাওয়ালপিন্ডি ইনস্টিটিউট অব কার্ডিওলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ও আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজির সাবেক কমান্ডার জেনারেল আজহার কিয়ানি সাবেক সেনাশাসক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফেরও চিকিৎসক ছিলেন। এই বিষয়ের মন্তব্যের জন্য ডন-র পক্ষ থেকে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি বলে খবরে উল্লেখ করা
হয়েছে। -ডন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন