শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বৃষ্টির মধ্যে শান্তিপূর্ণ ভোট চলছে তারাকান্দায়

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ২:০৪ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বৃষ্টির মাঝেও শান্তিপূর্ণ ভোট চলছে বলে চেয়ারম্যান প্রার্থীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাত থেকে বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল।’ বৃষ্টি কমে আসলে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান তিনি।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী নিলুফার ইয়াসমিন মনি তালুকদার নির্বাচন সম্পর্কে বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এই পরিবেশ শেষ পর্যন্ত অব্যাহত থাকলে আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
সরেজমিনে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক বলেন, বৃষ্টির কারণে প্রথমে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও পরে বাড়ছে।“আমার ভোটাররা আসতে শুরু করেছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”

উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২ লক্ষ ১৬ হাজার ৯৩৬ ভোটার রয়েছেন বলে নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানিয়েছেন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ৭২টি কেন্দ্রে ভোট চলছে। সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের চারটি টহল দল, একটি স্ট্রাইকিং ফোর্সসহ সহস্রাধিক পুলিশ কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন