নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে দিন দুপুরে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে আব্দুল মান্নান (৫২) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, প্রায় ১ ঘণ্টা পূর্বে একটি মাইক্রোবাসে এসে কয়েকজন লোক এ লাশ ফেলে রেখে চলে যায়। লাশের চোখে টেপ দিয়ে মোড়ানো এবং কালো রঙের সানগ্লাস পড়া ছিল। এছাড়াও ঐ লাশের পাশ থেকে একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ঐ বাগ তল্লাশী করে তার নাম আব্দুল মান্নান বলে জানা যায়। সে কুমিল্লা জেলার বড়ুড়া থানার কিশানপুর এলাকার সৈয়দ আলীর ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন