শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শনিবার মুহাম্মদপুরে উলামা ও তাবলিগি সাথিদের ওযাহাতি জোড়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ৬:৪৪ পিএম

তাবলিগ জামাতের চলমান সংকট ও তা নিরসনের লক্ষ্যে শনিবার সকাল ৮ টা থেকে মোহাম্মদপুর তাজমহল রোড সংলগ্ন ঈদগাহ মাঠে হাটাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমাদ শফি দা.বা. উপস্থিতিতে উলামায়ে কেরাম ও তাবলিগি সাথিদের নিয়ে একটি ওযাহাতি জোড় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গতকাল সকালে মোহাম্মদপুর কবরস্থান জামে মসজিদে ‘ওযাহাতী জোড় এন্তেজামিয়া কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেনÑ এই জোড়ে তাবলিগ জামাতের চলমান সংকট ও তা নিরসনের জন্য দিক-নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করা হবে। যাতে করে তাবলিগের কাজের সাথে সংশ্লিষ্টদের নানা প্রশ্নের জবাব, পূর্ববর্তী তিন মনীষীর মত-পথ থেকে সরে আসা মাওলানা সাদ সাহেবের সর্বশেষ অবস্থা, দারুল উলুম দেওবন্দের সর্বশেষ অবস্থান সকলের সামনে স্পষ্ট হয়।

বৈঠকে ওযাহাতী জোড় ইন্তেজামিয়া কমিটির সদস্য ও তাবলিগের মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ মাদরাসা, মাওলানা ওবাইদুল্লাহ ফারুক বারিধারা মাদরাসা, মুফতি এনামুল হক বসুন্ধরা মাদরাসা, মাওলানা মাহফুজুল হক জামিয়া রাহমানিয়া, মাওলানা লোকমান মাজহারী মাজহারুল উলুম মিরপুর ১, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া আরজাবাদ মাদরাসা, মাওলানা ফারুক আহমাদ, মুফতি ইবরাহীম হাসান, মাওলানা নাজমুল হাসান, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা যোবায়ের আহমাদ জামিয়া ওয়াহিদিয়া। এছাড়াও অরও উলামায়ে কেরাম ও তাবলিগের মুরব্বিগণ উপস্থিত ছিলেন। ব্যাপক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনকে সকলের উপস্থিতি ও সহযোগিতার মাধ্যমে সাফল্যমন্ডিত করার জন্য উদাত্ত আহবান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন