শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৮’ শুরু হয়েছে। শাবি প্রেসক্লাবের আয়োজনে এই উৎসবে ঢাবি, জাবি, চবি, রাবি, বাকৃবিসহ সারাদেশের ২০টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০জন ক্যাম্পাস প্রতিবেদক অংশগ্রহণ করেন। শুক্রবার সকাল ১০টায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় লেখক ও প্রফেসর ড. জাফর ইকবাল।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. জাফর ইকবাল বলেন, ন্যায় ও অন্যয়ের মধ্যে নিরপেক্ষাতা বলে কিছু নেই। একজন সাংবাদিককে সবসময় সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। সোশাল নেটওয়ার্কের মধ্যে পাওয়া খবর সবসময় বস্তুনিষ্ঠ নয়। কোন গণমাধ্যম খবরটি প্রকাশটি করল সেটি হলো বড় কথা। ফেইসবুকসহ অন্যান্য সোশাল নেটওয়ার্কে ছড়ানো খবর অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। সাংবাদিকদের সেদিকে সচেতন হতে হবে।
শাবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, চ্যানেল টুয়েন্টিফোরের বিজনেস এডিটর ফারুক মেহেদী, বাংলাদেশ জার্নাল’র যুগ্ম বার্তা সম্পাদক মুস্তফা মনওয়ার সুজন, শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সভাপতি সায়েদ আব্দুল্লাহ যীশু, আজগর খান, যুগ্ম-সম্পাদক আবু সায়েম প্রমুখ। উদ্বোধন পর্ব শেষে মেন্টর হিসেবে সাংবাদিকতায় নিজের অভিজ্ঞতা, সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরেন যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মোহসিন উল হাকিম ও মাছারাঙা টিভির বিশেষ প্রতিনিধি বদরুদ্দোজা বাবু।
আয়োজনের দ্বিতীয় দিন শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন