শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে রোহিঙ্গারা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ২:৫৪ পিএম

 
 
সেনা নির্যাতনে মিয়ানমারের আরাকান থেকে পালিয়ে উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া 
রোহিঙ্গারা চরম ঝুঁকিতে রয়েছে বৃষ্টি বাদলে।
৭লাখ নতুন ও ৪লাখ পুরাতনসহ ১১লাখ রোহিঙ্গার মধ্যে প্রায় ২ লাখ রোহিঙ্গা প্রাকৃতিক চরম দুর্যোগ ঝুকিতে রয়েছে বলে জানাগেছে।
 
ঝুঁকিতে বসবাসরত এসব রোহিঙ্গা পরিবারদের মধ্য থেকে ৩৫হাজার রোহিঙ্গাকে ঝুকিমুক্ত করা হলেও বাদ-বাকীরা এখনো রয়েছে মারাত্মক ঝুঁকিতে। এতে করে এসব রোহিঙ্গারা ঝুঁকি মাথায় নিয়ে রাত যাপন করছেন বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
 
গত ৫দিনের ভারী বর্ষনে পানির সাথে একাকার হয়ে পড়েছে রোহিঙ্গা ক্যাম্প। ক্যাম্পের বিভিন্ন স্থান দিয়ে পানি প্রবাহিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বেশির ভাগ রোহিঙ্গা।
 
তবে উখিয়ার ইউএনও বলছেন এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে তেমন কোন দুর্ঘটনা ঘটেনি। তিনি ববলেন,  যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে। 
 
গত বছরের ২৫ আগষ্টের পর উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া ৭ লাখ নতুন রোহিঙ্গাকে মানবিক কারনে প্রায় সাড়ে ৫ হাজার একর বন ভুমিতে আশ্রয় দেয় সরকার। 
 
পরবর্তীতে প্রশাসন বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ কবলিত স্থান থেকে দুই লাখ রোহিঙ্গাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহন করে ৩৫ হাজার রোহিঙ্গাকে নিরাপদ স্থানে আশ্রয় নিশ্চিত করে। বাকিরা রয়েছে এখনো ঝুঁকিতে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন