শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মুরসির ৭৫ সমর্থকের মৃত্যুদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:৩৮ এএম

কায়রোর একটি ক্রিমিনাল কোর্ট মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদÐ দিয়েছেন। গতকাল শনিবার এ আদেশ দেয়া হয়।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে মুরসির রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের একজন সিনিয়র নেতা রয়েছেন। ২০১৩ সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির রাজধানী রাক্কা স্কয়ারে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগের তাদের এ শাস্তি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ওই বিক্ষোভ সৃষ্টির নেপথ্য ভ‚মিকা পালনের অভিযোগ আনা হয়। কোর্টের এই আদেশ শীঘ্রই মিসরের প্রধান ইসলামিক আইন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। মিসরের নিয়ম অনুযায়ী কারো মৃত্যুদÐ দিতে হলে আদালতের ওই রায় ইসলামিক আইন কর্তৃপক্ষের দ্বারা অনুমোদন নিতে হয়।
ইসলামিক আইন কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন একজন মুফতি। যিনি সাধারণত আদালতের কোনো রায়ের সঙ্গে দ্বীমত করেন না। কিন্তু গত ২০১৪ সালে মুসলিম ব্রাদারহুডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদীকে দেয়া মৃত্যুদÐের রায় তিনি বাতিল করে দেন। পরে তার যাবজ্জীবন কারাদÐ দেয়া হয়। সূত্র: আরব নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জোহেব শাহরিয়ার ৩ আগস্ট, ২০১৮, ১২:৩২ পিএম says : 0
আন্দোলনের অধিকার একজন মানুষের গণতান্ত্রিক অধিকার। শুধুমাত্র প্রতিবাদ করার জন্য ৭৫ জন মানুষের মৃত্যুদণ্ড দেয়ার মধ্য দিয়ে সি.সি. সরকারের স্বৈরাচারী রূপই প্রকাশ পেলো।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন