দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণসহ সাত দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২০২ কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার বিকালে সোনালী ব্যাংক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভে সোনালী ব্যাংকের শ্রমিক, কর্মচারী ও ইউনিয়ন নেতারা অংশ নেন। এ সময় ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন, মোঃ আতাউর রহমান মোল্লা, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবু সাঈদ মিয়া, মোঃ মিজানুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ কামাল উদ্দিন কয়েকটি দাবি তুলে ধরে বলেন, ১৬০০ পিটিসি দৈনিক মজুরিভিত্তিক কর্মচারিদের চাকরি ছাটাই করে অনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের পায়তারা চলছে। তিনি বলেন, এতগুলো কর্মচারি ছাটাই সিদ্ধান্ত অমানবিক ও দুরভিসন্ধিমূলক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন