শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাটোরে তিন দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমা শুরু

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে ৩ দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমার ১০ম আসর রবিবার সকাল থেকে শুরু হয়েছে। প্রথম দিনেই ব্যতিক্রমী এ ইজতেমায় হাজার হাজার ধর্মপ্রাণ মহিলার ঢল নেমেছে। ইজতেমায় আগতদের বিশেষ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রথম দিনে সকাল সাড়ে ৯টায় আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। প্রথম দিনের মূল আকর্ষণ ছিলো কুষ্টিয়া থেকে আগত মাত্র আট বছর বয়সী কিশোরী বক্তা জান্নাতুল ফেরদৌসীর বক্তব্য। এদিন মূল আলোচক হিসাবে পাবনার মাওলানা দেলোয়ার হোসেন ফারুকী ও পাবনা ধর্মগ্রামের রহিমা বেগম রাষ্ট্রীয়, পারিবারিক ও ব্যক্তি জীবনে নারীদের পবিত্র কোরআনের আলোকে জীবন গঠণের আহŸান জানিয়ে বয়ান করেন। সঞ্চালনার দায়িত্বপালন করেন অধ্যাপক সোহরাব হোসেন। ইজতেমায় বক্তারা বলেন, আর ও সমৃদ্ধ দেশ গড়া আর সুশাসন কায়েমের জন্য সৎ ও চরিত্রবান মানুষ প্রয়োজন। সচ্চরিত্রবান মানুষ হওয়ার জন্য কোরআন-হাদীসের চর্চা ও অনুসরণ করতে হবে। দেশ, জাতি ও মানুষের প্রয়োজনেই ধর্মীয় জ্ঞানার্জনের পাশাপাশি দৈনন্দিন জীবনে তার সঠিক প্রয়োগ করতে হবে। মঙ্গলবার বিকালে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে নাটোর সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক মহিলার সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ইজতেমার মূল আয়োজক আলহাজ্ব শের আলী শেখ জানান, গ্রামীণ মহিলাদেরকে ধর্মীয় শিক্ষা দেয়ার জন্য আয়োজিত ইজতেমায় দূরাগত মহিলাদের জন্য যথাযথ নিরাপত্তার সাথে বিনা খরচে থাকা-খাওয়ার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসা সেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যতিক্রমী এ ইজতেমায় আইন-শৃঙ্খলা রক্ষায় সবরকমের সহযোগিতা করা হচ্ছে। মহিলাদের সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক মহিলা ও পুরুষ পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন