শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মেক্সিকোতে যাত্রী বিমান বিধ্বস্ত, আহত ৮৫

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

মেক্সিকোর উত্তরাঞ্চলের ডুরাঙ্গো রাজ্যে ৯৭ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৮৫ জন আহত হলেও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মেক্সিকোর যোগাযোগ ও পরিবহন মন্ত্রী গেরার্দো রুইজ এসপারজা তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, উড্ডয়নের সময় এমব্রায়ার-১৯০ বিমানটি প্রায় পূর্ণ ছিল। এতে মোট ৯৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টার সময় জরুরি অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, রাজ্যের বেসামরিক সুরক্ষা সংস্থার মুখপাত্র আলেজান্দ্রো কারদোজা জানিয়েছেন, ডুরাঙ্গো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর প্রায় ১০ কিলোমিটার দূরে এটি জরুরি অবতরণ করে। তিনি আরও বলেন, বিমানটি বিধ্বস্ত হলে প্রায় ৮৫ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে গেলেও তা নেভানো হয়েছে। তবে আগুনে কারও দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, অনেকেই বিমানটি থেকে হেঁটে হেঁটে বের হয়ে এসেছেন। ডুরাঙ্গোর গভর্নর জোস আইসপুরো তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, এই দুর্ঘটনায় কেউ নিহত না হওয়ার বিষয়টি নিশ্চিত। ডুরাঙ্গো বিমানবন্দরের পরিচালক গ্রæপো আরোপোরতুয়ারিও সেন্ট্রো নোর্তে এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার কথা বলেছেন। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন