শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জিম্বাবুয়ে সহিংসতা বন্ধে সংযত হওয়ার আহহ্বন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

সাধারণ নির্বাচনের ফল মেনে না নিয়ে প্রতিবাদ জানানো বিরোধীদের ওপর জিম্বাবুয়ে সরকারের শক্তি প্রদর্শন ও একে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতার পর সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সোমবারের নির্বাচন পরবর্তী সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। জাতিসংঘ এবং জিম্বাবুয়ে দীর্ঘদিন ধরে যে ঔপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণে ছিল সেই যুক্তরাজ্যও দেশটির নির্বাচন পরবর্তী সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে। ১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় থাকা রবার্ট মুগাবেকে উৎখাতের পর অনুষ্ঠিত প্রথম এ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জানু পি-এফ বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছে বলে নির্বাচন কমিশনের দেওয়া ফলে দেখা গেছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন