রংপুর জেলা সংবাদদাতা : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়তের কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।
পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. সেলিম জানান, নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে কোতয়ালী থানা পুলিশ বিএনপির দুইজন, মিঠাপুকুরে জামায়তের একজন ও গঙ্গাচড়ায় জামায়তের একজন কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হরতালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।
এদিকে, একই সময়ে জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালীন অন্যান্য থানা থেকে বিভিন্ন মামলায় এজাহার ও ওয়ারেন্টভুক্ত পলাতকসহ আরও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।
পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল্যা আল ফারুখ জানান, জেলার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন