বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি সরকারকে মানতে হবে

-খেলাফত মজলিস নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবী সরকারকে অবিলম্বে মেনে নিতে হবে। রাজধানীতে বাস চাপায় মর্মান্তিকভাবে নিহত ২ শিক্ষার্থীর নিহতের ঘটনাকে তাচ্ছিল্য করায় নৌমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর সরকার বা ছাত্রলীগ যুবলীগ যদি স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীদের গায়ে আবার হাত তুলে বা আঘাত করে তবে সরকারকে কঠিন মূল্য দিতে হবে। তিনি বলেন, হিম্মত নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে জুলুমবাজ সরকার কিছুই করতে পারবে না। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শুক্রবার বিকেলে শাহজাহানপুরস্থ মাহবুব আলী ইনস্টিটিউটে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মো: মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগরীর সহসভাপতি ডাঃ রিফাত হোসেন মালিক, মোঃ জহিরুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন