শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখার গুজব ছড়ানোর প্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় ঘুরে দেখেছেন কয়েকজন শিক্ষার্থী। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে হামলা-সংঘর্ষের পর গুজব ছাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন শিক্ষার্থীকে ধরে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
দফায় দফায় সংঘর্ষ চলাকালে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়ে। তারা সেখান থেকে ফিরে আসার পরও গুজব থামছিল না। পরে আরেকটি প্রতিনিধি দলকে ওই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তারা কার্যালয়ে থাকা অবস্থায় বাইরে সড়কে ধাওয়া পাল্টা ধাওয়া হতে দেখা যায়।
ঘুরে এসে শিক্ষার্থীরা জানায় ‘নিহত’ হওয়ার তথ্যটি ভুল, এটি একটি গুজব ছিল।
মন্তব্য করুন