সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রবাসীদের দেশের চলমান উন্নয়নে সামিল হতে হবে -জেদ্দা কনসাল জেনারেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১:২৫ এএম

জেদ্দাস্থ কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন বলেছেন, প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও ওয়েজ আর্নার্স বন্ড ক্রয় করে দেশের চলমান উন্নয়নে সামিল হতে হবে। প্রবাসী কর্মীদের কষ্টার্জিত রেমিটেন্স জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। শুক্রবার সউদী আরবের নাজরান অঞ্চলে আল উখদুদ হোটেলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সরাসরি সেবা প্রদানের জন্য জেদ্দা কনস্যুলেট জেনারেলের উদ্যোগের গণশুনানি ও মতবিনিময় সভায় কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন একথা বলেন। গণশুনানিতে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন সরাসরি প্রবাসীদের কথা শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। সভায় কনসাল জেনারেল তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ ও বাংলাদেশ বিমানে ভ্রমন করার অনুরোধ জানান। তিনি প্রবাসী বাংলাদেশীদের সউদী আইনকানুন মেনে চলার অনুরোধ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন