শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

প্রথমবারের মতো হামবুর্গে পাকিস্তানের যুদ্ধ জাহাজ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ভূমধ্যসাগর ও ইউরোপিয়ান দেশগুলোতে ওভারসিস ডেপ্লয়মেন্টের অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ আসলাত (এফ-২২পি) জার্মানির হামবুর্গ বন্দরে নোঙ্গর করেছে। পাকিস্তান নৌবহিনীর কোন যুদ্ধজাহাজ এই প্রথম জার্মানি সফরে গেলো। ফ্রিগেট পিএনএস আসলাত কমিশন করা হয় ২০১৩ সালের শুরু দিকে। চীনের সাংহাইয়ে হুদং-ঝংঘু শিপইয়ার্ডে এটি তৈরি। চারটি একই ধরনের ইউনিটের একটি এই শিপ। আসলাতের প্রধান দায়িত্ব হলো বিমান প্রতিরক্ষা ও মেরিটাইম সারভেইল্যান্স। ‘এনডিউরিং ফ্রিডম’ অপারেশনেও জাহাজটি মোতায়েন করা হয়েছিলো। শনিবার সকালে হামবুর্গ পৌঁছলে সেখানকার নৌবাহিনী কমান্ডার ও পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা পিএন আসলাতকে স্বাগত জানান। পাকিস্তান নৌ বাহিনীর এক বিবৃতিতে বলা হয় এই প্রথম পাকিস্তান নৌ বাহিনীর মিসাইল শিপ বাল্টিক পানি সীমায় প্রবেশ করেছে এবং শুভেচ্ছা সফরে জার্মানি অবস্থান করবে। টাইমস অব ইসলামাবাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন