রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের মামলায় গ্রেফতার জাবালে নূর পরিবহনের দুই বাস চালক ও দুই হেলপারের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।
এরআগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম।
দুই বাসের চালক হলেন- সোহাগ আলী ও জুবায়ের এবং হেলপার এনায়েত হোসেন ও রিপন।
মন্তব্য করুন