শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

ঢাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ২:৩৬ পিএম

নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।
সোমবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
 
প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি কলাভবন, মধুর ক্যান্টিন, কার্জনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, নিরাপদ সড়ক, হামলার বিচার চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
 
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের পেছনে অবস্থান নিয়ে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন।
 
ঢাবির শিক্ষার্থী সামান্তা শারমিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কর্মসূচিতে আসার কথা ছিল। কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। আমরা নিরাপদ সড়ক চাই। পাশপাশি হামলাকারীদের বিচার ও নৌমন্ত্রীর পদত্যাগ চাই।
অপরদিকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ছাত্র ইউনিয়নের এক নেতাকে মারধর করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা বলে জানা গেছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ruhul Insaf ৬ আগস্ট, ২০১৮, ৪:১২ পিএম says : 0
BCL gangs represent the evil face of BAL. People should be conscious of this evil.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন