পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর ধোপাঘাটা মোড় নামক এলাকায় সিএনজি ও ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ৪ জন আহত হয়েছেন। হতাহতরা সিএনজির যাত্রী। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর শেখ (৪০)। আমিনপুর থানার টাংবাড়ী গ্রামের খোরশেদ শেখের পুত্র। আহতরা হলেন-আমিনপুরের লটাখোলা গ্রামের ফেরদৌস হোসেনের পুত্র আব্দুল হালিম, পাবনা পুলিশ কার্যালয়ের এম এল এস আনোয়ার হোসেন ও সিএনজি চালক আমিনপুরের নাটিয়াবাড়ি গ্রামের রবু খা-এর পুত্র আব্দুল মজিদ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার দাস সাংবাদিকদের জানান, পাবনা থেকে আমিনপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলাধীন জালালপুর ধোপাঘাটা মোড়ে পৌঁছালে কাশিনাথপুর থেকে পাবনাগামী একটি ট্যাংকলরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্যাংকলরির চালক লরি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন