বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাল বিএফইউজে ও ডিইউজের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১:০৩ এএম

কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা সাংবাদিকদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। আগামীকাল বুধবার সারাদেশে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ পালন করবে। একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজ বিক্ষোভ সমাবেশ পালন করবে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের উপর হামলা ও গণমাধ্যমের উপর বিধিনিষেধ আরোপের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শেষে সাংবাদিক নেতৃবৃন্দ এসব বলেন। কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ, ডিএইজে’র সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, দিগন্ত টিভির সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন