জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ পানুয়াছড়া বিওপি ক্যাম্প সংলগ্ন ১৫০ মিটার বাংলাদেশ অভ্যন্তরে রামগড় চা বাগান এলাকায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় ১(এক)কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি জোয়ানরা। এসময় পানুয়াছড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ কামরুজ্জাম এর নেতৃত্বে একটি টহল দল গাঁজা উদ্ধার করলেও মাদক চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ১টি প্লাষ্টি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
বিজিবির সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান- উদ্ধারকৃত মাদকদ্রব্য আটকের পর ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদক ষ্টোরে সংরক্ষণ করা হয়েছে। যা পরবর্তীতে জেলা প্রশাসক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ বিভাগ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শীঘ্রই ধ্বংস করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন