ঢাকা মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাকারিয়া আশরাফ আসফির উপর হামলা করেছে ছাত্রলীগ। গত সোমবার ক্লাস শেষে বের হওয়ার পথে ছাত্রলীগের ১০-১২জন আসফিকে ধরে নিয়ে প্রথমে কলেজের সন্ধানী রুমে এবং পরবর্তীতে হলের গেস্ট রুমে নিয়ে উপর্যুপরি আঘাত করে বলে অভিযোগ করেছেন মেডিকেল কলেজের ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত। তিনি জানান, ছাত্রলীগের হামলার পর আসফিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা জাকারিয়া আশরাফ আসফি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন