শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

সচেতনতাতেই মাদকমুক্ত সমাজ

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি জাতীয় সমস্যা। এর অপব্যবহারের শিকার হচ্ছে আমাদের যুবসমাজ। এর ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পাচ্ছে না আমাদের শিশুরাও। এখন দেশব্যাপী চলছে মাদকবিরোধী অভিযান। স্কুলের ছোট্ট বাচ্চাটির জীবনেও হুমকি হয়ে দাঁড়ায় মাদক। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হোক। আর নিরীহ জনসাধারণ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০১৭ সালে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে মোট ১১ হাজার ৬১২টি। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মামলা হয়েছে মোট তিন হাজার ২৮৯টি। যথাযথভাবে মাদকবিরোধী আইন কার্যকর করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাসুদ পারভেজ রুবেল
নটানপাড়া, রৌমারী, নীলফামারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন