রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

আল হাদীস

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) আমাদেরকে খেতাব করলেন (খুতবাহ দিলেন): আল্লাহ তা’আলা তোমাদের উপর হজ্জ্ব ফরজ করেছেন। (একথা শুনে) আকরা বিন হাবিস দাঁড়িয়ে গেল আর বলল, প্রতি বছরই কি (ফরয) হে আল্লাহর রাসূল! তিনি (সা) বললেন- আম তা বললেই তোমাদের উপর ওয়াজিব হয়ে যেতো। হজ্জ্ব একবারই ফরয। আল যা বাড়তি করবে সেটা নফল হিসেবে পরিগণিত।
-আবু দাউদঃ ১৭২১; নাসায়ীঃ ২৬২০; ইবনে মাজাহঃ ২৮৮৬

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন