শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে ৬জন আটক

পাঁচবিবি, জয়পুরহাট উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:৪৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৃথক ৩ টি স্থানে গত ২৪ ঘন্টায় আইন শৃংখলা রক্ষা বাহিনী মাদক দ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, পাঁচবিবি-হিলি সড়কের নওদা এলাকায় এসআই আমিনুর রহমানের নেতৃত্বে চেকপোষ্ট চলাকালীন সময় মাদক সেবনকারী কুড়িগ্রামের বেলগাছা গ্রামের আসাদ উদ দৌলা (৩৬) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহস্থানের আল আমিন (৩৬), আটাপাড়া বেইলী ব্রিজ এলাকা থেকে এসআই ফারুকের নেতৃত্বে পুলিশ দল জয়পুরহাটের প্রফেসরপাড়ার তৌফিক রহমান(৩০), জাহাঙ্গীর আলম (২৭) ও তুসার আব্দুল্লাহকে (২৯) এবং এসআই তোজাম্মেল হোসেন ভীমপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে (৩০) ১ বোতর ফেনসিডিলসহ আটক করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন