শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাফ নদীতে বিজিবি-বিজিপির ১৫তম যৌথ টহল অনুষ্ঠিত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ২:৫৮ পিএম

সীমান্তে বাংলাদেশ মিয়ানমার সৌহার্দ বজায় রাখতে আজ শুক্রবার নাফ নদীতে বিজিবি-বিজিপির ১৫তম যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান
আজ সকাল ১০ টায়‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিআরএম-০৫ হতে বিআরএম-০৮ পর্যন্ত প্রতিপক্ষ বিজিপির সাথে একটি যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টহলে বিজিবির পক্ষে সুবেদার মোঃ ইব্রাহিম হোসেন এবং বিজিপি এর পক্ষে ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পেরামপ্রু ক্যাম্পের পুলিশ মেজর মাইনট টাই নেতৃত্ব দেন।

গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি এবং আগস্ট মাসে ১টিসহ মোট ১৪টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন