জাহান্নাম প্রাচুর্য ও দারিদ্র্যের অনিষ্টকারিতা থেকে পানাহ চেয়ে দু’আ
হযরত শাহর ইবনু হাওশাব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি হযরত উম্মে সালামা (রা.) কে জিজ্ঞেস করলাম, হে উম্মুল মু’মিনীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আপনার কাছে অবস্থান করতেন, তখন বেশির ভাগ সময় তিনি কি দু’আ করতেন? জবাবে তিনি বললেন, বেশির ভাগ সময় তিনি এই বলে দু’আ করতেন, ‘ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবী আলা দ্বীনিক’- হে হৃদয়সমূহকে ঘুরিয়ে দেবার অধিকারী আল্লাহ আমার হৃদয়কে তোমার দ্বীনের ওপর অবিচলভাবে প্রতিষ্ঠিত রাখ। -তিরমিযী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন