বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ঢাকায় অপহৃত শিশু মুন্নী নাটোরে উদ্ধার

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : ঢাকার আশুলিয়া থেকে অপহৃত মুন্নী আকতার নামে পাঁচ বছরের এক শিশুকে নাটোরের সিংড়া থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনার সাথে জড়িত দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে সিংড়া ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের পাটকান্দি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে। মুন্নী ঢাকার আশুলিয়া উপজেলার টেংগুরি গ্রামের দিনমজুর আবদুল জলিলের মেয়ে। আটক দুই অপহরণকারীর একজন সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার খামার গ্রামের ময়দান আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও অন্যজন নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের পাটকান্দি গ্রামের বুদ্দু প্রামাণিকের ছেলে আসলাম আলী (২০)। সিংড়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মÐল ও ঢাকার আশুলিয়া থানার এসআই আশরাফুল ইসলাম এবং মুন্নীর পরিবারের লোকজন জানান, গার্মেন্টসে চাকরির সুবাদে ইসমাইল হোসেন ও আসলাম আলী আশুলিয়া উপজেলার টেংগুরি গ্রামের আবদুল জলিলের বাড়িতে ভাড়া থাকত। সেই সূত্র ধরে তাদের সাথে বাড়ির মালিক জলিলের সখ্যতা গড়ে ওঠে। গত ১৭ এপ্রিল (রোববার) বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা জলিলের শিশুকন্যা মুন্নীকে কৌশলে বাড়ি থেকে অপহরণের পর জিম্মি করে তার পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে অপহরণকারীরা মুন্নীকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় মুন্নীর বাবা আবদুল জলিল সোমবার আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আশুলিয়া থানা পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে এবং মঙ্গলবার ভোরে সিংড়া থানা পুলিশের সহযোগিতায় তাদের সিংড়া উপজেলার পাটকান্দি গ্রাম থেকে শিশুটিকে জীবিত উদ্ধারসহ অপহরণকারীদের আটক করে। পরে শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন