শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

কদমতলীতে হেলে পড়েছে চারতলা ভবন

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলী থানাধীন মোহাম্মদবাগে চারতলাবিশিষ্ট একটি ভবন পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়েছে। হেলে পড়া ভবনটিকে বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও। একইসঙ্গে ওই ভবন থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। পরে ভবনটিকে সিল করে দেয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মোহাম্মদবাগে চৌরাস্তা এলাকায় চারতলা ওই ভবনটি হেলে পড়ে। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়ির বাসিন্দাদের ওই ভবন থেকে সরিয়ে নিয়েছেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও ভবন পরিদর্শন করছেন।
এদিকে, হেলে পড়া ওই ভবনটিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে। ফলে ভবনটিকে সিলগালা করে দিয়েছে ফায়ার সার্ভিস।
কদমতলী থানার ওসি ওয়াজেদ আলী বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ফায়ার সার্ভিস বিষয়টি খতিয়ে দেখছে। ভবনটি থেকে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ভবনটি সামান্য হেলে পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন