শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাবির ১০ম সমাবর্তন ২৯ সেপ্টেম্বর

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

বহুল প্রত্যাশিত ১০ম সমাবর্তনের তারিখ অবশেষে চুড়ান্ত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী মাসের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে দুপুর আড়াইটায় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে তিন দফা তারিখ ঘোষণা করেও সমাবর্তন অনুষ্ঠান করতে পারেনি কর্তৃপক্ষ। সাবেক ভিসি অধ্যাপক মিজান উদ্দিনের আমলে ২০১৬ সালে সমাবর্তনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। ওই বছরের ২৪ ডিসেম্বর ও ২০১৭ সালের ১৭ জানুয়ারি দুই দফা সম্ভাব্য তারিখ ঘোষণা করেও অনিবার্য কারণে তা বাতিল করা হয়। বর্তমান ভিসি অধ্যাপক আব্দুস সোবহান দায়িত্ব গ্রহণের পর ২০১৮ সালের জানুয়ারি মাসে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানো হয়। রেজিস্ট্রেশন শেষে ‘২৪ মার্চ’ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়। তবে অনিবার্য কারণে প্রেসিডেন্ট আসতে পারবেন না জানিয়ে, তার পরিবর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দশম সমাবর্তনে সভাপতিত্ব করবেন- এমন তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হলে ক্ষোভ প্রকাশ করে গ্রাজুয়েটরা শিক্ষামন্ত্রীর হাত থেকে সনদ নিতে অনীহা প্রকাশ করে প্রেসিডেন্ট র সভাপতিত্বে সমাবর্তন আয়োজনের দাবি জানিয়ে ভিসিকে স্মারকলিপি দেন। বিভিন্ন হুমকি দিয়ে গ্রাজুয়েটরা অনুষ্ঠান বন্ধ করার দাবি জানান। পরে অসুস্থতার কথা জানিয়ে সমাবর্তনে আসতে পারবেন না বলে জানান শিক্ষামন্ত্রী। এতে ‘২৪ মার্চ’ নির্ধারিত সমাবর্তন অনুষ্ঠান ফের বাতিল হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৬ সালের ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দশম সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করা হয়। পরে রেজিস্ট্রেশনের সময়সীমা দুই দফা বৃদ্ধি করা হয়। সবশেষ চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তৃতীয় দফায় রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়। সমাবর্তনে অংশ নিতে তিন দফায় মোট ৬ হাজার ৯ জন গ্রাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। সমাবর্তনে ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ¯œাতকোত্তর, এমফিল, পিএইচডি, এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জনকারীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান বলেন, প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মহোদয়কে দশম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়। তিনি আগামী ২৯ সেপ্টেম্বর সমাবর্তনে আসার সদয় সম্মতি জানিয়েছেন। আশা করি- সুন্দর ও সুষ্ঠুভাবে সমাবর্তন আয়োজনের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সমাবর্তনে প্রেসিডেন্ট মহোদয়কে আনার চেষ্টা করছিলাম। কিন্তু অনিবার্য কারণে পূর্বে ঘোষিত ‘২৪ মার্চ’ তিনি আসতে পারছিলেন না। তাই প্রেসিডেন্ট নিজে ওই তারিখে শিক্ষামন্ত্রীকে তার প্রতিনিধি হিসেবে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। যেখানে আমাদের কিছু করার ছিল না। পরে শিক্ষামন্ত্রীর অসুস্থতার কারণে সমাবর্তন পিছিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন