শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি রাখালকে কুপিয়েছে বিএসএফ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ২:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পদ্মা নদী দিয়ে গরু আনার সময় আবু তাহের (৩০) নামে এক বাংলাদেশি রাখালকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি হল- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকাপাড়ার আবদুল খালেকের ছেলে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মনোহরপুর সীমান্ত এ ঘটনা ঘটে। আহত তাহেরের পরিবার জানিয়েছে- বৃহস্পতিবার রাত ১০টার দিকে পদ্মা নদী পথে গরু নিয়ে আসছিল আবু তাহের। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিমতিতা ক্যাম্পের সদস্যরা তাহেরের দুই পায়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের টহলদল তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে তাকে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. এ এস মাহফুজ রিগ্যান জানান, আহত তাহেরের দুই পা কেটে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হওয়ায় রামেকে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, আবু তাহের কিভাবে আহত হয়েছেন সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন