শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপি এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির ‘চক্রান্ত’ করছে- ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ৫:১৮ পিএম

বিএনপি এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির ‘চক্রান্ত’ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এক-এগারোর কুশীলবদের সঙ্গে এখন গণমাধ্যমের একটি অংশ বিএনপিকে সহযোগিতা করছে। দেশের মানুষ উন্নয়ন অর্জনে শেখ হাসিনার ওপর খুশি। জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে। এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আবারও রায় দেবে বাংলার জনগণ। কেননা বিএনপি এবং তাদের দোসররা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আবারও হুমকি সৃষ্টি করছে।

শুক্রবার ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথা বলেন। নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ থাকছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব নেই। যখন বিএনপির আসার সুযোগ ছিল, তখন তাঁরা আসেননি। তখন বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপি সেটি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।’ তিনি জানান, আবার বিএনপিকে ডাকতে হবে, এমন কোনো চিন্তাভাবনা আওয়ামী লীগের নেই।

ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে দাবি করে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২৩টি সেতু উদ্বোধন করেছেন। এবারের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতবার ফেনী রেল ওভারপাসের কারণে যে সমস্যাটি হয়েছিল, এবার ঈদে ‘ঈদ উপহার’ হিসেবে এটিকে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করা হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কিছু অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের কারণে সিরাজগঞ্জের একটি কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
১৯ আগস্ট, ২০১৮, ১:২১ এএম says : 0
Keu bondi takeo ki vabe sokranto korte pare .joto dus nondo gus.udur pindi vudur gare.karo bela kela dula onner bela kete jabe gola .karo hat kun maf ar karo sorbonas.jemon murtad taslima o lotif aro onek.sare 4 hajar kuti a temon kisuna ¥ moha bsarok e jotesto .এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন