১৭ আগস্ট, ২০১৮, মৌসুমী বায়ুর প্রভাবে ঝালকাঠি রাজাপুর উপজেলার পূর্বাংশ মঠবাড়ি ও বড়ইয়া ইউনিয়ন বিশখালী নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত।২ টি ইউনিয়নে ৩০ গ্রাম।এর মধ্যে মানকী, সুন্দর,বদনীকাঠি, পুখরীজনার,চল্লিশ কাহনিয়া, নিজামিয়া, চর পালট, দঃ পালট গ্রামের তিন শতাধিক পরিবার পানিবন্ধি বলে দাবী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সিকদার,ও মোঃ শাহ আলম মন্টু এর সাথে মোবাইল ফোনে কথা বলে এ তথ্য জানা গেছে।বিষখালী নদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় ২/৩ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী বাসিন্দাদের বসতঘর ও ফসলের ক্ষেত তলিয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন