শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভেজাল পণ্য প্রস্তুত করাই তার কাজ !

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম


দিনাজপুরের বিরলে নকলপণ্য তৈরী ও বাজার জাত করার অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ওই যুব উপজেলার শহরগ্রাম ইউপি’র নোনাগ্রামের আব্দুস সামাদের পুত্র মঞ্জুরুল ইসলাম বাবু (৩০)। গতকাল শুক্রবার দুপরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও বিরল উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর বাবুর বাড়ীতে নকল ভোগ্যপন্য ও লেবেল উদ্ধার করে উপস্থিত এলাকাবাসীর সামনে তা ধ্বংস করে কথিত ভূয়া কোম্পানীর মালিক বাবুকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এলাকাবাসী জানান, মঞ্জুরুল ইসলাম বাবু দীর্ঘ দিন বিভিন্ন ভোগ্যপনের বিপননের চাকুরি করেছে। সে সুবাদে সে বিভিন্ন পন্য তৈরীর কিছু নিয়ম কানুন রপ্ত করে। এরপর নিজ বাড়িতে ফিরে শুরু করে বাজারে প্রচলিত পন্যের নকল পন্য তৈরী ও বাজার জাত। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ধরা পড়ে মঞ্জুরুলের সেই ব্যবসা।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর জানান, মঞ্জুরুলের বাড়িতে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল পণ্য তৈরীর খবর পান তিনি। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল পন্য তৈরী করার সময় মঞ্জুরুলকে আটক করেন। মঞ্জুরুল ইসলাম বাবু তার বাড়ীতে কারখানা করে বিভিন্ন কোম্পানীর আটা, সরিষার তেল, চাল, চিনি, নিষিদ্ধ এন্যার্জি ড্রিংক্সসহ ১৬ ধরনের নকল ও ভেজাল পন্য তৈরী করতো। সেখান থেকে এসব পন্য তৈরীর উপকরণ ও বিএসটিআই এর বিভিন্ন ধরনের জাল কাগজ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। পরে বিচারক সকলের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করেন এবং মঞ্জুরুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিরল থানায় আটক মঞ্জুরুল ইসলাম বাবু প্রথম জানান, প্রায় একবছর থেকে সে এসব পন্য তৈরী করে বাজারজাত করতো। তবে এলাকাবাসী জানিয়েছেন মঞ্জুরুল দীর্ঘ দিন থেকে এসব নকল ও ভেজাল পন্য তৈরী কওে বাজার জাত করে আসছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন