ঢাকা চট্টগ্রাম মহসড়কে আজ শনিবার ছুটির দিন হলেও ৬ কিলোমিটার দীর্ঘ যানজট। বিশেষ করে দাউদকান্দি টোলপ্লাজা থেকে গৌরীপুর বাস ষ্ট্যান্ড পর্যন্ত যানজটে মহা দূর্ভোগে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। যানজটে যাত্রী ও পরিবহনদের যানজট গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে। দাউদকান্দি মেঘনা ও কাচপুর সেতুকে কেন্দ্র করে যানজট পোহাচ্ছে যাত্রীরা। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ও দাউদকান্দি সার্কেল মহিদুল ইসলাম দাউদকান্দির থানার ওসি আলমগীর হোসেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ পুলিশ সদস্যদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পুলিশের কর্মকর্তাদের দাবী মাত্রাতিরিক্ত পণ্যবাহী যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের যানজট নিরসনে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে দাউদকান্দি সার্কেল মহিদুল ইসলাম জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন